খুলনায় স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনার আটরা শিল্প এলাকায় এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শেখপাড়ায় বৃহস্পতিবার (১৮ জুলাই) ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় ।নিহতের নাম নাহিদ (১৫ )। সে আটরা শেখপাড়া এলাকার হাফিজুর রহমানের পুত্র ও আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, পবিত্র আশুরা উপলক্ষে বুধবার (১৭ জুলাই) নিজ বাড়িতে প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে মহরমের অনুষ্ঠান দেখতে গিলাতলা ২ নং কলোনিতে যায় । রাত ১১ টা পর্যন্ত তার কোন হদিস পায়না পরিবারের সদস্যরা । নিহতের ফুফু শাহানাজ বেগম বলেন নাহিদের নিজ বাড়িতে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বাথরুমের বাইরে নাহিদের জুতা দেখতে পান। এ সময় বাথরুমে ফাঁক দিয়ে জুতার ফিতা দিয়ে আড়ার সাথে উলঙ্গ অবস্থায় ঝুলন্ত লাশ দেখে , পরে স্থানিয়রা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফিতা দিয়ে পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার আবুল বাশার, খানজাহান আলী থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

খানজাহান আলী থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তবে বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

এ ঘটনায় নিহত নাহিদ এর স্কুলের শিক্ষক , শিক্ষার্থীসহ এলকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের দাবি তাকে বাইরে কোথাও মেরে উলঙ্গ অবস্থায় তার লাশ তাদের নিজ বাড়ির টয়লেট ঝুলিয়ে রাখা হয়েছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...