রাজশাহী ব্যুরো: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারভিন সুলতানা নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তার স্বামী আসিফ মোর্শেদকে (২৭) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী।
সোমবার (২৫ মার্চ) পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ‘গ’ ব্লকের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
যশোরে বিএনপি নেতার চালের আড়ৎ থেকে যুবকের লাশ উদ্ধার
খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে শারভিনের লাশ উদ্ধার করে। তবে এখনো এর কারণ জানাতে পারেনি পুলিশ।
শারভীন সুলতানা মেহেরপুরের সালদা থানার গাংনী উপজেলার সালদা এলাকার আজিজুল ইসলামের মেয়ে। পাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।
ওসি রওশন আলী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শারভিনের বাবা-মাকেও খবর দেয়া হয়েছে এবং তারা চাইলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্বাআলো/এস