কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা অফিস: গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি রোড এলাকার নিজ বাসা থেকে ইলিয়াস উদ্দিন আকন্দ (৫৪) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

ইলিয়াস উদ্দিন আকন্দ টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের আইসিটির শিক্ষক ও বিভাগীয় প্রধান ছিলেন। তিনি মোক্তারবাড়ি রোডের বাচ্চু টাওয়ারে নিজ ফ্ল্যাটে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।

ভাড়াটিয়ারা জানান, নিহতের বড় ছেলে আমর ইবনে ইলিয়াস দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। এ নিয়ে পারিবারিক ও সামাজিকভাবে তিনি হীনমন্যতায় ভোগতেন। শত চেষ্টা করেও তিনি মাদকাসক্তের হাত থেকে ছেলেকে ফেরাতে না পেরে প্রায়ই স্ত্রী-সন্তানদের সঙ্গে তার মনোমালিন্য ও কথা কাটাকাটি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে তার স্ত্রী তাকে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে আশপাশের ভাড়াটিয়ারা এসে জানালার ফাঁক দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় শেখ হাসিনা, ইমরান...

সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ ও দখলচেষ্টা, আহত ৪

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভাড়াটে...

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন...

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সকল সহিংসতার প্রতিবাদে...