জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলাতে পৃথক দুইটি ঘটনায় এক নারী পুলিশ কনস্টেবল ও এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ জানুয়ারি) পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে নারী কনস্টেবল তৃষা বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।
২০২৩ সালের ৯ নভেম্বর তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান জানান, পারিবারিক সমস্যার কারণে তৃষা বিশ্বাস মানসিক চাপে ছিলেন।
সহকর্মীদের বরাত দিয়ে তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকলেও তিনি চিকিৎসা নেননি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে, সকাল ১০টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের হোস্টেল ২০১ নং রুম থেকে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিয়া মনি আক্তার মিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিয়া মনি আক্তার মিলা পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মনিরুল ইসলামের মেয়ে।
ময়নাতদন্তের জন্য লাশ দুইটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ উভয় ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে।
স্বাআলো/এস