পুলিশ সদস্যসহ কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলাতে পৃথক দুইটি ঘটনায় এক নারী পুলিশ কনস্টেবল ও এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জানুয়ারি) পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে নারী কনস্টেবল তৃষা বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।

২০২৩ সালের ৯ নভেম্বর তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান জানান, পারিবারিক সমস্যার কারণে তৃষা বিশ্বাস মানসিক চাপে ছিলেন।

সহকর্মীদের বরাত দিয়ে তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকলেও তিনি চিকিৎসা নেননি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে, সকাল ১০টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের হোস্টেল ২০১ নং রুম থেকে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিয়া মনি আক্তার মিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিয়া মনি আক্তার মিলা পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মনিরুল ইসলামের মেয়ে।

ময়নাতদন্তের জন্য লাশ দুইটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ উভয় ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নতুন শিক্ষাবর্ষে বই সংকটে শিক্ষার্থীরা, ক্লাস চলছে পিডিএফে

নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ জানুয়ারি, তবে শিক্ষার্থীদের হাতে...

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের...

রুপান্তর আস্থা প্রকল্পের যুব উৎসব উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: রুপান্তর আস্থা প্রকল্পের ‘সুশাসন চর্চায় যুব...

শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন...