জাতীয়

অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, একে ছাড়া অগ্রগতি নয়: প্রধান উপদেষ্টা

ঢাকা অফিস | May 14, 2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা এবং সার্বিক অগ্রগতি সম্ভব নয়। তিনি এই বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বন্দরের পরিবর্তন নিয়ে আগে তিনি লেখালেখি করলেও সরকার প্রধান হিসেবে এবার সরাসরি কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি প্রথম দিন থেকেই এই বন্দরকে সত্যিকারের একটি কার্যকরী বন্দর হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছেন।

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধি করার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা এসময় বিদেশিদের সম্পৃক্ত করারও পরামর্শ দেন।

উল্লেখ্য, সরকার প্রধান হিসেবে এটাই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিজ জেলা চট্টগ্রামে প্রথম সফর। তিনি বুধবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর পরিদর্শন ছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনসহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন।

স্বাআলো/এস

Shadhin Alo