ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে ভিক্ষায় নেমেছে স্বামী

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চরলক্ষ্নী গ্রামের বেল্লাল মুন্সী নদী ভাঙ্গনে ভিটামাটি হারিয়ে বেড়িবাঁধের সরকারি জায়গায় কোনো রকমে ঘর তোলে দিনমজুরী করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলো।

দেশে প্রতি বছর নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন ১৫ হাজার নারী

২০২৩ সালের প্রথমদিকে স্ত্রী ডলি বেগম (৪০) ক্যান্সার রোগে আক্রান্ত হয়। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুূদিন চিকিৎসার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকাস্থ মহাখালী জাতীয় ক্যান্সার গবেষনা ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। সেখানে ডলি বেগমকে বিভিন্ন পরীক্ষ নিরীক্ষা করে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকগন।

টুথপেস্ট ও হ্যান্ডওয়াশে ক্যান্সারের ঝুঁকি!

স্বামী বেল্লাল মুন্সি জানান, মহাখালী ক্যান্সার হাসপাতালে তার স্ত্রীকে বিভিন্না চিকিৎসার পাশাপাশি ৪০ বার রেডিও থেরাপী ও চারবার কেমোথেরাপী করা হয়েছে। ডাক্তার বলছে আরো ছয়বার কেমোথেরাপী দিতে হবে। দিনমজুর বেল্লাল মুন্সি জানান, তার স্ত্রীর চিকিৎসায় আনুমানিক ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। এ টাকা ঘরের টিন বিক্রিসহ আত্মীয় স্বজন ও বিভিন্ন লোকজনের কাছ থেকে ধারকর্জ ও সাহায্য চেয়ে করা হয়েছে। স্ত্রী’র চিকিৎসার টাকা সংগ্রহের জন্য এখন মহাখালী এলাকাসহ বিভিন্নস্থানে গিয়ে পথচারী মানুষের কাছে হাতপেতে সাহায্য চাচ্ছি। এতে যা পাই তা দিয়ে টুকটাক ঔষধ পত্র কিনি এবং বিভিন্ন টেস্ট করাই। ডাক্তার স্যারেরা বলছে আরো কমপক্ষে ছয়বার কেমোথেরাপী করতে হবে। এতে আনুমানিক আরো চয় লক্ষ টাকা প্রয়োজন হবে। ভিক্ষা করে করে স্ত্রীর চিকিৎসার জন্য এতো টাকা কিভাবে যোগাড় করবো এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বামী বেল্লাল হোসেন মুন্সী। তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের টাকাওয়ালা লোকের পাশাপাশি প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন।

ক্যান্সারের কাছে হেরে গেলেন যশোরের পুলিশ সুপারের স্ত্রী

বেল্লাল মুন্সির মোবাইল নম্বর-০১৭৭০৫৭৯৩৬৭(বিকাশ ও নগদ)। শুক্রবার দুপুরে বেল্লাল মুন্সির সাথে তার মুঠো ফোনে কথা বললে তিনি জানান, ৪০ বার রেডিও থেরাপী ও চারবার কেমোথেরাপীর পর বৃহষ্পতিরার ১৫ দিনের জন্য ছুটি দিয়েছে ডাক্তার স্যারেরা। তাই ঢাকা সদরঘাটে লঞ্চে ওঠেছি। আল্লাহর ইচ্ছায় শনিবার সকালে ঘাটে (রাঙ্গাবালী) পৌছবো।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...