জাতীয়

বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে

| October 28, 2023

বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে শনিবার (২৮ অক্টোবর) এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরিচয় মিলেছে পুলিশ সদস্যের।

নিহত পুলিশ সদস্যের নাম পারভেজ। ‍

তিনি হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটরী গ্রামের সেকেন্দার মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বিএনপির সঙ্গে সংঘর্ষ: পুলিশ সদস্যের মৃত্যু, আহত আরো ৪১

শনিবার বিকেল ৪টার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply