আইন আদালত

কারাদণ্ডের ৩ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন সেই বিচারক

| October 12, 2023

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) বিচারক সোহেল রানাকে কারাদণ্ড দেয়ার তিন ঘণ্টার মধ্যেই আপিলের শর্তে এক মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সোহেল রানা জামিন চেয়ে আবেদন করলে দুপুর সোয়া ২টায় বিচারপতি বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তা মঞ্জুর করেন।

উচ্চ আদালতের আদেশ অমান্য, বিচারকেরই কারাদণ্ড!

বিষয়টি জানিয়ে সোহেল রানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্টের দেয়া দণ্ডের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। এ জন্য জামিন চেয়ে আবেদন করা হয়। ৩০ দিনের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে সোহেল রানাকে আর বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হচ্ছে না। তারা আগামী রবিবার আপিল বিভাগে আবেদন দাখিল করবেন।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply