চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ঈদ আয়োজনে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রামীণ খেলার অংশ হিসেবে এই খেলা অনুষ্ঠিত হয়।
অতিথি দল হিসেবে শার্শা উপজেলার একটি লাঠিয়াল দল তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
‘দিঘলসিংহা যুব সমাজ’ শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের নিয়ে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে দর্শক হিসেবে উপস্থিত থেকে গ্রামের নারী, শিশু, যুবক ছাড়াও বয়স্করাও উপভোগ করেন।
যুবসমাজের সদস্য জিহাদ হোসেনের সভাপতিত্বে চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী হাফিজুর রহমান সোনা, ওয়ান ব্যাংকের এসএস ভিপি গাজী সালাহউদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লাঠি খেলা ছাড়াও অনুষ্ঠানে বিবাহিত ও অবিবাহিতদের রশিটানাটানি, চোখ বেঁধে হাঁস ধরাসহ শিশুদের নানা ধরনের খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের জিহাদ হোসেন বলেন, প্রতি বছর রোজার ঈদের পর আমরা গ্রামে ক্রীড়া অনুষ্ঠান করে থাকি। তারই অংশ হিসেবে এবার গ্রামীণ ঐহিত্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় যুবক ও শিশুদের নানা ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্বাআলো/এস