সম্পাদকীয়

মানুষের স্বার্থে প্রভাবশালীদের চক্রান্ত প্রতিহত করতে হবে

| July 31, 2024

সম্পাদকীয়: নড়াইলের ভক্তডাঙ্গা বিলের মধ্যবর্তী পানি উন্নয়ন বোর্ডের বড় খালের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। খালের ওপর বাঁধ দিয়ে রাস্তা তৈরি করেছে ঘের মালিকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রন্তিক চাষিরা। খাল এলাকার মানুষ চরম পানি সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। প্রভাবশালীরা তাদের ক্ষুদ্র স্বার্থ মানুষের এই সমস্যাকে প্রকট করে তুলছে।

এই বাঁধের কারণে মানুষের আবাদি জমি ডুবে যাচ্ছে, আবার সেচের জন্য অনেকে পানি পাচ্ছে না। যেখানে উৎপাদিত ফসলের ওপর তাদের বাঁচা-মরা নির্ভর করে। প্রভাশালী ব্যক্তির স্বার্থের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা এলাকার মানুষের অবস্থা না বুঝে যা ইচ্ছে তাই করবে তা কখনোই সমর্থনযোগ্য নয়। বিভিন্ন এলাকার জলাবদ্ধাতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য সরকার কোটি কোটি টাকা ঢালছে আর এক শ্রেণির মানুষ এই সমস্যাকে প্রকট করবে তা হতে পারে না। এমনিতেই সংশ্লিষ্ট এলাকা বন্যাপ্রবণ। সব শ্রেণির মানুষ এই বন্যা অর্থাৎ জলাবদ্ধাতা নিরসনের জন্য সুদীর্ঘকাল ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন। এ অবস্থায় কী করে বাঁধ পানি প্রবাহের খালের ওপর বাঁধ দিতে পারে তা ভাববার বিষয়। দেশটা একটি আইনের গন্ডীতে চলছে নাকি ফ্রি স্টাইলে চলছে।

অবশ্য উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, সরকারি খাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারো ব্যক্তিস্বার্থে খালের ওপর বাঁধ দেয়ার সুযোগ নেই। এ সব দেখে মানুষ বাঁচানোর পদক্ষেপ নিতে হবে। ব্যবস্থা নিতে যদি সময়
ক্ষেপণ করা হয় তাহলে কৃষকরা ক্ষতির শিকার হবে। কারণে আবাদ করতে পারবেন না। আর অবস্থাটা যদি এমনই হয় তাহলে এলাকার কৃষকদের বাঁচার কোনো পথ থাকবে না। মানুষকে বিপদের মধ্যে ফেলে ব্যক্তি স্বার্থ উদ্ধারের কোনো যুক্তি নেই। আমরা চাই মানুষ বাঁচিয়ে রেখে মানুষের স্বার্থে সব কিছু করা হোক।

স্বাআলো/এস/বি

Debu Mallick