আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় হাইওয়ে রাস্তায় অজ্ঞাতনামা গাড়ী চাপায় আসাদ শেখ (২৮) নামের একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আসাদ শেখ খুলনা যুগীহাটি এলাকার সাদেক সেখের ছেলে। আর সড়ক দুর্ঘটনাটি হয়েছে শনিবার সকালে উপজেলার খুলনা- ঢাকা মহাসড়কের মা ফিলিং স্টেশনের সামনে।
স্থানীয়রা জানান, শনিবার (৬ জুলাই) আসাদ শেখ একটি ডিসকভারী মটরসাইকেল চালানো আবস্থায় উক্ত স্থানে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় রাস্তার পাশেই ছিটকে পড়ে।
এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আসাদ শেখ মৃত অবস্থায় উদ্ধার করে। পরে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ এসে মটরসাইকেলসহ আসাদের মৃতদেহ হেফাজতে নেয়। মোল্লাহাট থানার ওসি আশরাফুল আলম জানান, স্থানীয় মা ফিলিং ষ্টেশনের পাশে অজ্ঞাত যানবাহনের চাপায় আসাদ শেখ নামের একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আসাদ কে মৃত অবস্থায় উদ্ধার করে এবং মটরসাইকেলটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর থেকে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহন করছে।
স্বাআলো/এস/বি