আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার বিশ্ব রোডে পরিবহন বাসের চাপায় জামিল শেখ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (২৩ জুন) ঢাকা-খুলনা মহাসড়কের পাগলা শ্যামনগর এলাকার আরা পেট্রোল পাম্পের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত জামিল শেখ ফকিরহাট উপজেলার অট্রাকি গ্রামের মৃত আলিম উদ্দিন শেখের ছেলে।
বাগেরহাটে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, রবিবার বেলা ১১টার দিকে উক্ত স্থানে খুলনা থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি পরিবহন বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল পুলিশ স্বাভাবিক করেছে। নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফজতে রাখা হয়েছে। আর এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস