Uncategorized

মসজিদে আজান দিতে যাওয়ার সময় প্রাণ গেলো মুয়াজ্জিনের

| October 14, 2023

মাদারীপুরে মসজিদে যাওয়ার সময় ট্রাকচাপায় মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) কালকিনি পৌর এলাকার ভূরঘাটা নুর জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের মাতুব্বর (৬৮) কালকিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের করম আলী মাতুব্বরের ছেলে ও খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষক জাহিদ হাসানের বাবা।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল কাদের মাতুব্বর ভোররাতে বাড়িতে ওযু করে একটি মোটসাইকেলে নুর জেনারেল হাসপাতাল মসজিদে আজান দেয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পথিমধ্যে একটি ট্রাক এসে পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিহতের শিক্ষক ছেলে জাহিদ হাসান বলেন, আমার বাবা মসজিদে আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, আবদুল কাদের নুর জেনারেল হাসপাতাল মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের চৌকিদারের দায়িত্বও পালন করছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply