‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে,’ নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক ৮ম ও ৯ম শ্রেণির উপজেলা পর্যায়ে ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ সাত দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম বিয়য়ে বুধবার (৮ নভেম্বর) বিকেলে সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রভাতি শাখার শিফট ইনচার্জ আলাউদ্দিন, জেলা শিক্ষা অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা আইয়ুব আলী খান ও পরিদর্শক আবু হানিফ প্রমুখ।
‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ জেলা মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়সাল রহমান, সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, লক্ষীপুরা দাখিল মাদরাসা বাবনা, বরগুনার সহ-সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান।
নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক প্রশিক্ষণ পরিদর্শন
উপজেলা পর্যায়ে ১১টি বিয়য়ে পটুয়াখালীর আটটি উপজেলার, ঝালকাঠির চারটি উপজেলার এবং বরগুনার ছয়টি উপজেলা মোট ১৮টি উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৮৮ জন শিক্ষক-শিক্ষিকা এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশ গ্রহণকারী শিক্ষক শিক্ষিকাগণ আগামী মাসে পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলার ১৮টি উপজেলায় নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক ৮ম ও ৯ম শ্রেণির উপজেলা পর্যায়ে ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।
উল্লেখ্য, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে’, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক সাত দিনব্যাপী ক্লাস্টার ভিত্তিক ৮ম ও ৯ম শ্রেণির উপজেলা পর্যায়ে ২ নভেম্বর শুরু থেকে ৮ নভেম্বর বাংলাদেশের ৩৬টি জেলায় একযোগে শেষ হয়েছে।
স্বাআলো/এস