জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় চলন্ত ট্রলির উপর থেকে পড়ে শেখ মুস্তাফিজুর রহমান (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মুস্তাফিজুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভ্রুরুলিয়া ইউনিয়নের খানপুর গ্রামের মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ মোস্তাফিজুর রহমান একটি ট্রলিতে চড়ে যাওয়ার পথে সদর উপজেলাধীন ওয়ারিয়র এলাকায় পৌছলে তিনি হঠাৎ ট্রলির উপর থেকে নিচে পড়ে যান। এতে করে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাআলো/এসআর