যশোর বোর্ডে পাসের হার ৯২.৩৩ শতাংশ, জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

রুহুল আমিন, যশোর: এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ড দেশ সেরা হয়েছে। পাশের হার হয়েছে ৯২.৩৩ শতাংশ। গতবার (২০২৩) ছিলো ৮৬.১৭ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার বেশ বেড়েছে। এবারের ফলাফলে জিপিএ-৫ ও পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৩৩ শতাংশ। সেখানে মেয়েদের পাসের ৯৪.২৫ শতাংশ ও ছেলেদের পাসের হার ৯০.৩৫ শতাংশ। শিক্ষা বোর্ডে ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে ১১ জন ৪৩১ জন মেয়ে ও ৯ হাজার ৩৩০ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

রবিবার (১২ মে) প্রেসক্লাব যশোরে ফলাফল তুলে ধরার সময় পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ এসব তথ্য জানান। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৬০ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী। তার মধ্যে পাস করেছে এক লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। পাসের হার হয়েছে ৯২.৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন। তার মধ্যে ৯ হাজার ৩৩০ জন ছেলে ও ১১ হাজার ৪৩১ জন মেয়ে। এ গ্রেড পেয়েছে ৫০ হাজার ৮১২ জন। তার মধ্যে ২০ হাজার ১৯৩ জন ছেলে ও ৩০ হাজার ৬১৯ জন মেয়ে। এ মাইনাস পেয়েছে ৩১ হাজার ৬২৩ জন। তার মধ্যে ১৪ হাজার ৪৪৯ জন ছেলে ও ১৭ হাজার ১৭৪ জন মেয়ে। বি গ্রেড পেয়েছে ২৫ হাজার ৪৫০ জন। তার মধ্যে ১৪ হাজার ১২১ জন ছেলে ও ১১ হাজার ৩২৯ জন মেয়ে। সি গ্রেড পেয়েছে ১৯ হাজার ২১৭ জন। তার মধ্যে ১৩ হাজার ১৪৪ জন ছেলে ও ছয় হাজার ৭৩ জন মেয়ে। ডি গ্রেড পেয়েছে ৭১৪ জন। তার মধ্যে ৫৫৪ জন ছেলে ও ১৬০ জন মেয়ে। বিজ্ঞান বিভাগ থেকে ৪১ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৮৬৭। এই বিভাগে পাসের হার ৯৬.১৪ শতাংশ ও ১৭ হাজার ৪৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে এক লাখ এক হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯১ হাজার ৭৩০। এই বিভাগে পাশের হার ৯০.৩৮ শতাংশ ও দুই হাজার ২৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগে ১৭ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৯৮০ জন। এই বিভাগে পাশের হার ৯৪.৫০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলায় ২৩ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ হাজার ২২৭ জন। পাসের হার ৯৪.৬০ শতাংশ। বাগেরহাট জেলায় ১৩ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৬২৭ জন। পাসের হার ৯১.২৭ শতাংশ। সাতক্ষীরা জেলায় ১৭ হাজার ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৫২ জন। পাসের হার ৯৬.১২ শতাংশ। কুষ্টিয়া জেলায় ২৩ হাজার ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ১০৯ জন। পাসের হার ৯১.৩৫ শতাংশ। চুয়াডাঙ্গা জেলায় ১০ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৯৭৫ জন। পাসের হার ৯০.৮২ শতাংশ। মেহেরপুর জেলায় সাত হাজার ৫৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৪৫৬ জন। পাশের হার ৮৪.৯৬ শতাংশ। যশোর জেলায় ২৬ হাজার ৪৯১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ হাজার ৯৫৯ জন। পাসের হার ৯৪.২২ শতাংশ। নড়াইল জেলায় আট হাজার ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭১২ জন। পাসের হার ৯৩.২৪ শতাংশ। ঝিনাইদহ জেলায় ১৯ হাজার ৫৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৫০১ জন। পাসের হার ৮৯.৫৯ শতাংশ। মাগুরা জেলায় ১০ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৫৫৯ জন। পাসের হার ৯২.৩৩ শতাংশ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

`সড়কে ফিটনেসবিহীন বাস চলবে না’

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস...

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ...

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...