নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানের পাঁচ তারকা একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিএনপির অবরোধ: তিন পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম
এ তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের ওই পাঁচ তারকা হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আড়াইজাহারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্বাআলো/এস