ভোটকেন্দ্র ফাঁকা, বাইরে সমর্থকদের ভিড়

জেলা প্রতিনিধি, লালমনিরহাট: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লালমনিরহাট সদর উপজেলা  ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের ভিড় থাকলেও ভোট কেন্দ্রের ভেতর প্রায় ফাঁকা। মাঝে মধ্যে দুই-একজন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছে।

লালমনিরহাটে অগ্নিকান্ডের পুড়ে গেল ২৫টি দোকান

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটকেন্দ্রগুলোতে নেই ভোটারদের লাইন, অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

শহরের নেছারিয়া মাদ্রাসা সেন্টারে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ছয়টি বুথ মিলে ভোট পড়ে ৫৯টি। একই সময়ে পৌরসভার খোঁচাবাড়ী প্রাথমিক বিদ্যালয় সেন্টারের পাঁচটি বুথে দুই ঘণ্টায় ৪৭ ভোট পড়েছে। এমন পরিসংখ্যান আরো বেশ কয়েকটি কেন্দ্রের। তবে লালমনিরহাটের কোথাও কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

আইটিএফ চ্যাম্পিয়নশিপে লালমনিরহাটের সান্ত্বনার স্বর্ণ পদক জয়

শান্তিপূর্ণভাবেই চলছে ভোটদান। ভিড় না থাকায় যারা ভোটকেন্দ্রে ভোট দিতে আসছেন তারা দ্রুতই তাদের ভোট দিয়ে ফিরে যাচ্ছেন। তবে ভোটাররা আশা করছেন, সময়ের সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে কেন্দ্রগুলোতে।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লতিফা বেগম নির্বাচিত হয়েছেন।

দেশের প্রথম নির্মিত টার্ন টেবিল লালমনিরহাটে

সদর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৮টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৯ হাজার ৬০৬ জনের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৪৫ হাজার ৭১৯ জন, মহিলা ভোটার এক লাখ ৪৩ হাজরা ৮৮৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...