তৃণমূলের শক্তিই আওয়ামী লীগের বড় শক্তি: এমপি নাবিল

নিজস্ব প্রতিবেদক: যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রান্তিক বা তৃণমূল মানুষই আওয়ামী লীগের প্রাণ। তাদের উপর ভর করেই আওয়ামী লীগ টিকে রয়েছে। দুর্দিনে আওয়ামী লীগের বড় বড় নেতারা বেঈমানি করলেও তৃণমূলের জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। তৃণমূলের শক্তিই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। দলটিকে সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত করেছে। সাধারণ জনগণই আওয়ামী লীগের প্রাণশক্তি। সুখী সমৃদ্ধ স্মার্ট দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত থাকার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৭ জুন) যশোর সদর উপজেলা কাশিমপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর।

স্বাধীনতা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে কোনো ছাড় নেই: এমপি নাবিল

কাজী নাবিল আহমেদ বলেন, জাতীয় স্বার্থে দেশের বিভিন্ন স্তরের জনগণকে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্ব শক্তিশালী থাকলে দেশ ভালো থাকবে। দেশবাসী সুখে শান্তিতে থাকতে পারবে। সাধারণ মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না। দেশের অবস্থান আরো গতিশীল করতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। বারবার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে কখনো পথ হারাবে না বাঙালি জাতি। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে। বাংলা হবে স্মার্ট সমৃদ্ধ দেশ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা তরুণলীগের সহ-সভাপতি সাজ্জাতুজ্জামান মুকুল, ইউপি সদস্য আশরাফুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সফিয়ার রহমান।

এর আগে শ্যামনগর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সদস্য কাজী নাবিল আহমেদ। আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা লুৎফার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, তোফায়েল হোসেন, আবেদ আলী ও আকের আলী প্রমুখ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কাল যশোরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

যশোর গ্রিড উপকেন্দ্রের আপগ্রেডেশন কাজের জন্য আগামী ১৭ জানুয়ারি,...

বেনাপোলে মদসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)...

প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার...

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল...