ঢাকা অফিস: রেকর্ড দাম নির্ধারণের দুইদিনের মাথায় দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। আজ শনিবার থেকেই দাম কার্যকর হবে।
সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৮৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্বাআলো/এস