ষষ্ঠ দফায় আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০ অক্টোবর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এর উদ্বোধন করেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদিনায় অবস্থিত মসজিদে-আন-নববীর ইমামুল খতিব শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুরাইজান। তার বক্তব্যের অনুবাদ পড়ে শোনান ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মুহাদ্দিস ও মুফতি ড. ওয়ালিউর রহমান খান।
উদ্বোধন শেষে ইমামদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
স্বাআলো/এসএস