যশোরের বেনাপোল পৌরসভার ৯নং ওয়ার্ড বড়আঁচড়া এবং ৩নং ওয়ার্ড বেনাপোলের রাস্তা ও ড্রেন উন্নয়নের জন্য ১৪ কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চূড়ান্ত হয়েছে। এর ফলে এই দুই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ মে) এই প্রকল্পে স্বাক্ষর করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।
প্রকল্পের আওতায় বড়আঁচড়া ৯নং ওয়ার্ডে বড় আঁচড়া প্রাইমারী স্কুল থেকে দৌলতপুর সড়ক এবং ঈদগাহ থেকে পুটখালী রোড পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া বেনাপোল ৩ নং ওয়ার্ডে বেনাপোল পৌরসভার রোড ও কলেজ ডুপপাড়া রোড ও ড্রেনের কাজ সম্পন্ন করা হবে। এই মূল কাজগুলোর সাথে আরও কিছু প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
বেনাপোলে ট্রলির ধাক্কায় যুবকের মৃত্যু
প্রকল্পের বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, বড় আঁচড়া ৯ নং ওয়ার্ড ও বেনাপোল ৩ নং ওয়ার্ডের জন্য রাস্তা, ড্রেন সহ বেশ কিছু প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এখন ঢাকার প্রকল্প অফিস থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই এই নির্মাণ কাজ দৃশ্যমান হবে এবং এলাকাবাসী এর সুফল ভোগ করতে পারবেন।
তিনি আরো জানান, এটি RUTDP প্রকল্পের অংশ, যা পাঁচ বছরব্যাপী চলবে। পর্যায়ক্রমে বেনাপোল পৌরসভার প্রায় সকল ওয়ার্ডেই রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ করা হবে।
প্রকল্পে স্বাক্ষর করার সময় উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বেনাপোল পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম রনি ও নকশাকার মফিজুর রহমান।
এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বাআলো/এস