জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: অতি তীব্র তাপদাহে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন। এই তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টির আশায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সী মানুষ।
ধর্মীয় বয়ান শেষে দুই রাকআত সুন্নতের সালাতুল ইসতিসকার নামাজ শুরু হয়। পরে আরবি খুতবা শেষে মহান আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা। মোনাজাতের মাধ্যমে আল্লাহুম্মা আল্লাহুম্মা ধ্বনিতে মুখর হয়ে ওঠে টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ। এসময় বৃষ্টির জন্য ফরিয়াদ করে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
যশোরে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, হতে পারে বৃষ্টি
দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের আয়োজনে এ নামাজ পরিচালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি মুফতি রুহুল আমিন। পরে মোনাজাত করেন সংগঠনটির সভাপতি মাওলানা মুফতি আলি আকবার।
দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আলি আকবার বলেন, চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে স্বস্তির বৃষ্টি প্রয়োজন। অনাবৃষ্টি ও অতিবৃষ্টির সময় সাহাবীদের সাথে নিয়ে সালাতুল ইসতিসকা নামাজ আদায় করতেন আমাদের প্রিয় মহানবী (সা.)। তাঁকে অনুস্মরণ করে আমরাও এই উত্তপ্ত পরিস্থিতিতে আল্লাহর দরবারে হাত তুলেছি। নিশ্চয় মহান আল্লাহ আমাদের ক্ষমা করে রহমত নাজিল করবেন।
স্বাআলো/এস