স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই হলো রেকর্ডের ছড়াছড়ি। কানাডা ও যুক্তরাষ্ট্রের ম্যাচে রান উৎসব হলো, চার-ছক্কার ফুলঝুরি ছুটলো। তাতে বেশ কিছু রেকর্ডও হয়েছে। সেসবে চোখ দেয়া যাক।
• বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। কানাডাকে সাত উইকেটে হারিয়েছে তারা।
• কানাডার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল আগে ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
• যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক অ্যারন জোন্স। মাত্র ৪০ বলে ৯৪ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। ২২ বলে ফিফটি ছুঁয়ে যুক্তরাষ্ট্রের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন জোন্স।
• এই ইনিংস সাজাতে ১০ ছক্কা মেরেছেন জোন্স। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের এটিই সর্বাধিক ছক্কা। ক্রিস গেইল এর আগে দুইবার আটটি ছক্কা মেরেছেন। রাইলি রুশোও সমান আটটি ছক্কা মেরেছেন একবার।
• লক্ষ্য তাড়ায় ১৩১ রানের জুটি গড়েন জোন্স ও গিউস। দুজনের জমাট ব্যাটিংয়ে ৫৮ বলে আসে এই রান। ওভারপ্রতি ১৪.২৯ করে রান তুলেছেন দুই ডানহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো সেঞ্চুরির জুটিতে যা সর্বোচ্চ রান রেট।
স্বাআলো/এস/বি