জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় হামজা রহমান (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১১ মে) সন্ধ্যায় শৈলকুপা-লাঙ্গলবাধ সড়কের হাজরামিনা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামজা উপজেলার সোন্দাহ গ্রামের রাফা উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা ও বাগেরহাটসহ পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ৭
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হামজা রহমান বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে শৈলকুপা বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ২০০ গজ দূরে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি পুকুরের মধ্যে পড়ে যায়। আর বাইসাইকেল আরোহী রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
বাইসাইকেল আরোহীকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাআলো/এস