আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনে আওয়ামী লীগের নৌকার টিকেট পেলেন চারজন।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত হয়ে নৌকার টিকিট পেলেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে নৌকার টিকিট পেলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে সাতবার নির্বাচিত সাংসদ সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ এস এম শাহজাদা।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নৌকার টিকেট পেয়েছেন মুহিববুর রহমান মুহিব।
উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন প্রার্থী নির্বাচনী বোর্ডে মনোনয়ন দাখিল করেছিলেন।
স্বাআলো/এস