জাতীয়

স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

| October 10, 2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়ে সেই জন্য আগামী নভেম্বরের মধ্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, শুধু সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই নিতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকে নির্দেশ দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, চলতি বছরের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে। এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর- তিন মাসের টিউশন ফি শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকেরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।

নির্দেশনায় বলা হয়, একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি অগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই যেন নেয়া হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দেয়া হয়েছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply