যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন মুস্তাফিজ রহমান (২৫) নামে আরো এক যুবক। তারা দুর্ঘটনাকবলিত দুইটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার উপজেলার কালীবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুইটি মোটরসাইকেলের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে রাত সাড়ে ৯টার দিকে রিয়াদের মৃত্যু হয়। নিহত রিয়াদ হোসেন পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার পাঁজিয়া পাথরঘাটা এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তন্ময় বিশ্বাস বলেন, আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কালিবাড়ি এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যুর খবর আমরা পরে পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি।
স্বাআলো/এস