আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় হাইওয়ে রাস্তায় গ্যাস সিলিন্ডার বাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে দুঘর্টনা কবলিত হয়েছে।
রবিবার (১২ মে) এ ঘটনায় ট্রাকের হেলপার রোহিত কাজী (২২) ঘটনাস্থলে নিহত এবং ট্রাক চালক আব্দুল আজিজ (৫৫) আহত হয়েছেন। নিহত রোহিত কাজী রাজবাড়ী জেলা সদরের ভবানীপুর গ্রামের মান্নান কাজীর ছেলে।
আর ট্রাক চালক আজিজ পাশর্বত্তি মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে। ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম জানান, রাজবাড়ী থেকে খালী গ্যাস সিলিন্ডার বোঝাই করে মোংলাগামী একটি ট্রাক রবিবার সকালে ফকিরহাট উপজেলার মুলঘর মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে।
এতে ট্রাক হেলপার ও চালক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুইজন কে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হেলপার রোহিত কে মৃত ঘোষনা করেন। আর চালক আজিজ কে চিকিৎসা দেয়। পরে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ট্রাক ও কাভার্ড ভ্যান তাদের হেফাজতে নেয় এবং আইনগত ব্যবস্থা গ্রহন করে।
স্বাআলো/এস