বাগেরহাটে মোটরসাইকেল চাপায় অজ্ঞাত (৩৫) এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ দুঘর্টনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুর রহমান জানান, মোটরসাইকেল চাপায় নিহত ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। তার মরদেহ উদ্ধার পূর্বক সুরহতাল করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বাকি আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
স্বাআলো/এস