নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, সদর উপজেলার সাধারণ মানুষের খেদমত করার জন্য আমি প্রার্থী হয়েছি। মানবসেবাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। বিজয়ী হলে যশোর সদরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশিত শতভাগ উন্নয়ন বাস্তবায়িত হবে। উপজেলা পরিষদ নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে না।
আনোয়ার হোসেন বিপুল বলেন, আমি একটিবার চেয়ারম্যান হওয়ার সুযোগ পেলে সদর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। দোয়াত কলম প্রতীক বিজয়ী হলে সদর উপজেলা থেকে চিরতরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নিমূল হবে। দুষ্কৃতিকারীদের চিরবিদায় হবে। সম্মান নিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে সবাই বসবাস করতে পারবেন।
চেয়ারম্যান প্রার্থী বিপুলের ইশতেহারে একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পথসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ খাইরুজ্জামান রয়েল ও আওয়ামী লীগ নেতা ড.ফরিদুজ্জামান।
বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক খায়রুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ বেগম।
এর আগে আনোয়ার হোসেন বিপুল যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের খড়কিতে অঞ্চলে নির্বাচনী পথসভা করেন।
এছাড়া বসুন্দিয়া ইউনিয়নের মোড়ে মোড়ে পথসভায় বক্তব্য রাখেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল।
স্বাআলো/এস