নিজস্ব প্রতিবেদক: যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ ভ্যানচালক নিছার আলী (৬৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে।
সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় ইট বোঝাই ট্রাক (সিলেট-ট ১১-০৫৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রূপদিয়া নরেন্দ্রপুর রোডের রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে সাজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক নিছার আলী মাটিতে ছিটকে পড়লে তাকে পিষ্ট করে ১৫ থেকে ২০ ফুট টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মৃত্যুবরণ করেন। এ সময় উত্তেজিত জনতা গাড়িটি আটক করলেও গাড়ির মালিক প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেনি।
তারা স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে ফোন দিলে পুলিশ জানায়, তারা চৌগাছায় নির্বাচনী ডিউটিতে আছেন। তাদেরকে হাইওয়ে পুলিশ অথবা যশোর কোতোয়ালি থানায় যোগাযোগ করার কথা বলেন। এ সময় ট্রাক চালক মাসুম গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে গাড়ির মালিক রায়হান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নিহত নিছার আলী আমার গ্রামের লোক, তার পরিবারের সাথে একটা সমঝোতা হয়েছে।
স্বাআলো/এস