চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটর সোইকেলের ধাক্কায় আব্দুল জব্বার (৬০) নামের এক পাখি ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেউলী মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার দামুড়হুদা সদর ইউনিয়নের দেওলী গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গায় মা-ছেলেসহ ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রত্যক্ষদর্শীরা জানান,দেওলী মোড়ে মিঠুর চায়ের দোকানের পাশে প্যাখি ভ্যান রেখে অন্ধকারের মধ্যে রাস্তা পার হচ্ছিলেন চালক আব্দুল জব্বার। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন,স্থানীয়রা জানিয়েছেন মোটরসাইকেলে দুইজন ছিলেন। আব্দুল জব্বারকে ধাক্কা দেয়ার পর তারাও রাস্তার ওপর ছিটকে পড়ে।

স্বাআলো/এস