খুলনায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো যুবকের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দৃর্বৃৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ইমনের বুকের বাম পাশে বিদ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার লেনের মোহাম্মদ খার সামনে দাড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটরসাইকেলে করে ১০/১২ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন শেখের বুকের বাম পাশের খাচায় গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নগরীর সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...