মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে আমজাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত।
আহত যুবক বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুকচাদ আলীর ছেলে।
সোমবার (১৩ মে) তাকে বিএসএফ গুলিবিদ্ধ করেন। বতর্মানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোল থেকে স্বামী আটক
ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার জানান, পুটখালী সীমান্তে ভারতীয় বিএসএফ শর্টগানের গুলিতে আমজেদ আলী (৩৫) বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বাড়ি আসলে বাড়ির লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুবের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মোটরসাইকেলে আছি খোঁজ খবর নিয়ে আপনার জানাচ্ছি।
স্বাআলো/এস