ঢাকা অফিস: রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সোলায়মান (৩৫) নামের এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এছাড়া শান্তা নামের এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর হাওলাদার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ছয়টা ৪৩ মিনিটে বাড্ডার ডিআইটি চার নম্বর সড়কে তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। ওই সড়কে খোঁড়াখুঁড়ি চলছিলো। ধারণা করা হচ্ছে, ভবনের নিচে গ্যাস জমা ছিলো এবং গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ভবনের সামনে থাকা একটি হোটেলের কর্মী সোলায়মান মারা যান। আর ভবনের নিচতলায় থাকা শান্তা নামের এক নারী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসআই আবু জাফর হাওলাদার।
স্বাআলো/এস