Uncategorized

ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যা

| November 11, 2023

ঝিনাইদহে লিটন হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

লিটন শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই ক্ষেত তছরুপ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাকবিতণ্ডা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সাথে মালেকের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এসে বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন।

পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালেক ও তার পরিবারের লোকজন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply