যশোরে কাভার্ডভ্যানচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাসষ্ট্যান্ডের রেলক্রসিংয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে কাভার্ডভ্যানচাপায় তামিম হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় অপর একজন আহত হয়েছেন।

নিহত তামিম বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্ৰামের মহাসিন গাজীর ছেলে।

এঘটনায় আহত হয়েছেন নিহতের ফুফাতো ভাই সদর উপজেলার আরবপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে রায়হান (২০)।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নিহত তামিম ও তার ফুফাতো ভাই রায়হান বসুন্দিয়া মোড় রেল ক্রসিংয়ের পাশে অবস্থিত পাবলিক টয়লেটের দিকে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খুলনা থেকে যশোরগামী প্রিমিয়াম সিমেন্টে কোম্পানির একটি কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-উ-১১-৪৫৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তামিম এবং রায়হানকে ধাক্কা দেয়। তামিম কাভার্ডভ্যানের ডান পাশের পিছনের চাকার নিচে পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং রায়হান ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। রায়হান হালকা আহত হলেও তামিম ঘটনাস্থলে নিহত হয়।

চুয়াডাঙ্গা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা, যুবক নিহত

রাস্তার পাশে থাকা দোকানদাররা জানান, গাড়ির ড্রাইভার সরে যাও সরে যাও গাড়ির স্টারিং কেটে গেছে এই বলে জোরে জোরে চিল্লাছিলো। কিন্তু পথচারী তামিম এবং রায়হান হয়তো বুঝতে পারে নাই। এ দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা রেলের সিগন্যাল পোস্টে যেয়ে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। এঘটনায় ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বসুন্দিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ছুটে আসি এবং রাতেই নিহত তামিমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...