জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এবাদুল হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত এবাদুল হোসেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আজিজ শেখের ছেলে।
মঙ্গলবার (২৫ জুন) জাহাজঘাটা নামক স্থানে এদুঘর্টনা ঘটে।
আহত ব্যক্তির নাম নাজমুল গাজী। তিনি একই উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা কোয়ালপাড়া গ্রামের নুর ইসলাম গাজির ছেলে।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টোল আদায়কারী নিহত
স্থানীয়রা জানান, নিহত এবাদুল হোসেন ও তার বন্ধু নাজমুল গাজী মোটরসাইকেল নিয়ে শ্যামনগর থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হোসেনের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা নাজমুল গাজীকে উদ্ধার করে স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাআলো/এস