খুলনার ডুমুরিয়ায় সড়ক দুঘটনায় এক যুবকের মৃত্যু ও পাঁচজন গুরুতর আহত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত যুবক হলেন, সাতক্ষীরা জেলার মধুমাল্লারডাংঙ্গী এলাকার গোলাম মোস্তফার ছেলে মফিজুল ইসলাম।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খর্ণিয়া হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, রবিববার একটি ভ্যান চুকনগর থেকে চারজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে একটি বাস খুলনার দিকে আসছিলো। ভ্যান সাইড না দেয়ায় আগের দিকে যেতে গেলে বাসটি খাদে পড়ে যায় এবং ভ্যানকে ধাক্কা দেয়। এ সময়ে ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে এদের মধ্যে মফিজুল ইসলাম মারা যান। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাআলো/এস