খুলনা বিভাগ

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

| February 20, 2025

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আল-আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

তিনি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আল-আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্ৰামের আইয়ুব আলী শেখের ছেলে।

নগরীর সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালিয়ে আল-আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুইটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মোটরসাইকেল থেকে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাআলো/এস

Shadhin Alo