জেলাপ্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলা শহরের জাফরপুরে দ্রুতগতির মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারীচালিত পাখিভ্যানের সঙ্গে ধাক্কায় শান্ত আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (২৩ মে) শহরের জাফপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শান্ত আলী সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের বকুল আলীর ছেলে। আহত হয়েছে একই গ্রামের বাবুলের ছেলে রায়হান আলী (১৯)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, শান্ত ও রায়হান চুয়াডাঙ্গা শহরের জাফরপুর মাদরাসা সংলগ্ন সড়কে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্ত আলীকে মৃত ঘোষণা করে এবং রায়হান আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত শান্ত আলীর লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস