নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় স্বর্ণালংকার ও টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।
বুধবার ৩ এপ্রিল রাতে এই ঘটনার পরদিন পুলিশ কনস্টেবল ইমরান হোসেন অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
বাদী মামলায় বলেছেন, তিনি যশোর পুলিশ লাইনসের রিজার্ভ অফিসে কর্মরত আছেন। শহরের টালিখোলা এলাকার খলিলুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে স্ত্রীসহ বসবাস করেন। কয়কদিন আগে তার স্ত্রী মোনালিসা হক আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ২ এপ্রিল দিকে বাসা থেকে ডিউটি পালনের উদ্দেশ্যে বের হন ইমরান হোসেন। ৩ এপ্রিল ভোর সাড়ে পাঁচটার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে মেইন
গেটের দরজা খুলে ভিতরে গিয়ে দেখেন পিছনে জানালা ভাঙ্গা। আলমারির মধ্যে রাখা দুই লাখ ২৩ হাজার ৫০০ টাকা এবং আরো দুই লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার নেই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা ২ এপ্রিল সন্ধ্যা থেকে ৩ এপ্রিল ভোর পর্যন্ত কেউ না থাকার সুযোগে পিছনের জানালা ভেঙ্গে টাকাসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্বাআলো/এস