আজাদুল হক, বাগেরহাট: জেলাতে চুরি থামছে না। রামপালের ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টে আবারো চুরি হয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কেন্দ্র থেকে তামার তার চুরি করে পাচারকালে তিনজন আটক হয়েছে।
আটককৃতরা হলো খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া গ্রামের হাবিবুর রহমান সরদার (৩৫), একই এলাকার লিটন বিশ্বাস (৩৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার রাসেল হাওলাদার (২৮)।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বাগেরহাট আদালতের প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক এদেরকে জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ মামলার বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ নং ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করছিলো ওই তিনজন। এ সময় তাদের কাছে থাকা ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ হাতেনাতে আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
স্বাআলো/এসআর