যশোরে ডিপো থেকে ২৮ লাখ টাকার ওষুধ চুরি, মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরের জিসকা ফার্মা সিউটিক্যালস কোম্পানি লিমিটেডের ২৮ লাখ টাকার ওষুধ চুরি করে আত্মসাতের অভিযোগে স্টোর কিপার রওজার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

একই যশোরের ডিপো ইনচার্জ সোহেল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে কোতোয়ালী থানায় এই মামলাটি করেছেন।

আসামি রওজার হোসেন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের বাসিন্দা।

বাদী মামলায় বলেছেন, আসামি জিসকা ফার্মসিউটিক্যালস কোম্পানি লিমিটেড যশোর ডিপোর স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। সে কারণে স্টোরের থাকা সকল প্রকার মালামালের দায়দায়িত্ব এবং স্টোরের চাবি তার কাছেই সংরক্ষিত থাকে। ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত ওই স্টোর থেকে ২৮ লাখ ২৮ হাজার ৪৯৫ টাকার ওষুধ আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। কারণ চলতি বছরের ঈদুল ফিতরের ছুটিতে গিয়ে তিনি আর অফিসে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে ঈদের পরে অফিস খোলার পরে তিনি না আসায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ডিপোর সহকর্মীদের সাথে নিয়ে ১৩ এপ্রিল অফিসের তালা ভেঙে খোঁজখবর নিয়ে এবং হিসাব করে দেখা যায় ওই পরিমান টাকার ওষুধ তিনি আত্মসাৎ করেছেন। এরপরও তার বাড়িতে সংবাদ দিলে তিনি অফিসে কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি। ফলে উর্দ্ধতন কর্তৃপক্ষে নির্দেশ মোতাবেক এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। যদিও রওজার হোসেনকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আলমামুন জানিয়েছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...