জাতীয়

হিটস্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু

| April 30, 2024

ঢাকা অফিস: গত এক সপ্তাহে দেশে হিটস্ট্রোকে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে গতকাল সোমবারই মারা গেছেন তিনজন। মঙ্গলবার অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

অধিদফতর জানিয়েছে, সোমবার হিটস্ট্রোকে মারা যাওয়া তিনজনই পুরুষ।

এ ছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরো পাঁচজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গত ২২ এপ্রিল থেকে কন্ট্রোল রুম মনিটরিং করে সারা দেশ থেকে এই তথ্য সংগ্রহ করেন বলে একজন কর্মকর্তা জানান।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, হিটস্ট্রোকে গতকাল মারা যাওয়া তিন জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেলায়।

সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, এ পর্যন্ত সারা দেশে হিটস্ট্রোকে মারা যাওয়া ১০ জনের মধ্যে আট জন পুরুষ ও দুই জন নারী। মারা যাওয়া ১০ জনের মধ্যে দুইজন মাদারীপুরের। এ ছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মারা গেছেন।

স্বাআলো/এস

Debu Mallick