নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের কালেক্টরেট মার্কেটে পোশাক ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল।
বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি গণসংযোগ করেন। প্রতিটি দোকানে তিনি যান। সব ব্যবসায়ীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের সদস্য ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, যুবলীগ নেতা গাজী রাইহান মৌমন ও ছাত্রলীগ নেতা শফিক আহমেদ প্রমুখ।
যশোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপুলকে হাইকোর্টে দেয়া জামিন নিম্ন আদালতে বহাল
গণসংযোগের করার সময় সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা আনোয়ার হোসেন বিপুলকে বুকে জড়িয়ে ধরেন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে সমর্থন জানান। ভোট বিপ্লবের মাধ্যমে তাকে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিকালে আনোয়ার হোসেন বিপুল খড়কি পীর শাহ আব্দুল করিমের কবর জিয়ারত করেন। খড়কি মসজিদে আছরের নামাজ আদায় করেন। এছাড়াও শহরের ৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন।
স্বাআলো/এস