‘জাতিসংঘ ছাড়া অন্যদের নিষেধাজ্ঞা আমলে নেয়ার কিছু নেই’

ঢাকা অফিস: জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেয়ার কিছু নেই। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে ওই পরিস্থিতি বিবেচনায় ঢাকা-মস্কো আলোচনা করবে। বাংলাদেশে যেকোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘টকস উইথ অ্যাম্বাসাডর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি।

আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কোনো নিষেধাজ্ঞা দিলে রাশিয়া ১৯৭১ সালের মতো বাংলাদেশের পক্ষে কাজ করবে কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, যদি আমেরিকা ও পশ্চিমা বিশ্ব কর্তৃক কোনো বেআইনি পদক্ষেপ যেমন নিষেধাজ্ঞা বাংলাদেশের বিরুদ্ধে নেয়া হয়, রাশিয়া সবকিছুই করবে।

জাতিসংঘের কার্যকলাপ নিয়ে সমালোচনা করে আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বলেন, তারা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়ে কাজ করছে। তাদের নৈতিক হওয়া উচিত ছিলো। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের স্বার্থের জায়গা নিয়ে তারা কাজ করে।

ভি মন্টিটস্কি বলেন, জাতিসংঘের উচিত নিরপেক্ষ অবস্থানে থাকা। রাশিয়া সব সময়ই এটা বলে আসছে। পশ্চিমা বিশ্ব কখনো নিরপেক্ষ জায়গা থেকে কাজ করে না।

রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশে রূপপুর পারমাণবিক কেন্দ্রে কাজ করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়েও কাজ করবে। এই সম্পর্কে অনেক কথা হয়েছে। এই বিষয়ে আরো ভালো জানাতে পারবে বাংলাদেশ সরকার।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...