আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর দ্বিতীয় ধাপের নির্বাচন বাগেরহাটের তিন উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আর এ নির্বাচনে ফকিরহাট উপজেলায় অহিদুজ্জামান বাবু, চিতলমারীতে আবু জাফর আলমগীর সিদ্দিকী ও মোল্লাহাটে শাহীনুল আলম সানা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
ফকিরহাট উপজেলা সহকারী কর্মকর্তার দফতর থেকে জানা যায়, উপজেলার ৪৫ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে প্রাথমিকভাবে শেখ অহিদুজ্জামান বাবু মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৬ হাজার ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চলতি চেয়ারম্যান স্বপন কুমার দাস আনারস প্রতিকে পেয়েছেন ২৯ হাজার ৭৭৭ ভোট। চিতলমারী উপজেলায় আবু জাফর আলমগীর সিদ্দিকী দোয়াত কলম প্রতিকে ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চলতি চেয়ারম্যান অশোক কুমার বড়াল মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ১২০ ভোট।
মোল্লাহাট উপজেলায় শাহীনুল আলম সানা দোয়াত- কলম প্রতিক নিয়ে ২৯ হাজার ৯০৩ ভোট পেয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি অর্থাভাবে সকল ভোট কেন্দ্রে এজেন্ট দিতে না পারলেও আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৯৫৪।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু
বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বাগেরহাটের তিনটি উপজেলায় শতভাগ অবাধ ও সুষ্ট হয়েছে।
স্বাআলো/এস