আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর শেষ ধাপে বাগেরহাটের তিনটি উপজেলায় রবিবার দিনব্যাপী শান্তিপূর্নভাবে নির্বাচন সম্মন্ন হয়েছে। নির্বাচনে মোড়েলগঞ্জ উপজেলায় নতুন মুখ হিসাবে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান আনারস প্রতিকে ৩৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোজাম্মেল হক মোজাম দোয়াত কলম প্রতিকে ভোট পেয়েছেন মাত্র ২৬ হাজার ৭২৯। এ উপজেলায় মোট ভোটার দুই লাখ ৫৭ হাজার ৪১০ ভোট।
নাহার নির্বাচিত হয়েছেন। মোংলা উপজেলায় আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার চিংড়ী মাছ প্রতিকে ২৭ হাজার ৯০২ ভোট পেয়ে ৩য় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি যুবলীগ নেতা ইকবাল হোসেন আনারস প্রতিকে ১৮ হাজার ৪১৭ ভোট। মোংলা উপজেলায় মোট ভোটার এক লাখ ২০ হাজার ৪৬৫ জন। কেন্দ্র মোট ৪৮ টি।
মোংলা উপজেলায় ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই নির্বাচিত হয়েছেন। শরনখোলা উপজেলায় আওয়ামী লীগের সহ সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত আনারস প্রতিকে ৩০ হাজার ১৯২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আসাদুজ্জামান মিলন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ৮১৫ ভোট। শরনখোলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৫৪ জন।
মোট ভোট কেন্দ্র ৩৪ টি। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মাদ হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা আক্তার হাসি।
স্বাআলো/এস/বি